স্টাফ রিপোর্টারঃ বিদ্যুতের বোর্ডে পাওয়ার হিটের কারনে পুরানবাজার ইসলামী ব্যাংকেট এটিএম বুথে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
৬ জুন মঙ্গলবার রাত ১১ টায় এ ঘটনা ঘটে। এসময় আগুনের ধোঁয়া দেখে আতঙ্কিত জনতা ছোটাছোটি শুরু করে একপর্যায়ে ফায়ারসার্ভিসে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করেন পুরানবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার এমরান হোসেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে বুথের ভেতরের কারেন্টের বোর্ডটি আগুণে পুড়ে গেছে। আমরা ধারণা করছি ওই বোর্ডে পাওয়ার হিটের কারনেই এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। যদিও এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।