মজিব পাটোয়ারীঃ চাঁদপুরের হাজীগঞ্জে ২৬শতক কৃষি জমির বিভিন্ন ফসল পানি দিয়ে ডুবিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ১নং ওয়ার্ড ধেররা মোল্লা বাড়ী ফসলী মাঠে গড়ের পানি সেচ করে ফসলি জমি নষ্ট করার এমন অভিযোগ উঠে একই এলাকার মা-বাবা মৎস্য আড়ৎদারের সত্ত্বাধিকারী শাহ আলমের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানাগেছে, ২৬ শতাংশ ভূমিতে মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ধনিয়া, রসুন-পেয়াজ, শশাসহ বিভিন্ন শাক-সবজি চাষাবাদ করে আসছে
মানিক ও নুর মোহাম্মদ।
ওই কৃষি জমি এখন পানির নিচে ডুবে আছে। বেলা গড়ার সাথে সাথে কৃষি জমিতে জমে থাকা পানি কমতে থাকে।
ভুক্তভোগী কৃষক মানিক ও নুর মোহাম্মদ জানান, পূর্ব থেকেই আমাদের জায়গা ভাঙ্গনসহ বিভিন্ন বিষয় নিয়ে মতোবিরোধ রয়েছে। গত বছরের ন্যয় এবারোও স্থানীয় শাহ আলম নালার মাছ ধরার জন্য কাউকে কিছু না জানিয়ে সমস্ত পানি মেশিন ছাড়ে। চাষাবাদকৃত ২৬ শতাংশের ফসলী শাক-সবজির জমিতে ফেলে তাদের হাজার হাজার টাকার ক্ষতি সাধন করে।
এদিকে শাহ আলম বেপারী জানান, কে বা কাহার সম্পর্ক নষ্ট করতে জমির বাঁধ কেটে দিয়েছে। যেহেতু আমার লাগানো মেশিনের পানিতে তাদের ফসলি জমি নষ্ট হয়েছে এবং ক্ষতিসাধন হয়েছে তার ক্ষতিপূরণ যা হয় দিয়ে দিবেন বলে আশস্থ করেন তিনি।