অমরেশ দত্ত জয়ঃ পিতা এক বটবৃক্ষ। যার ছায়া থাকলেই সন্তান সর্বেসর্বা। আর সেই পিতা যখন অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি। তখন অন্তরে চলে শুধু চাপা আহাজারী। যা কখনো কাউকে দেখানো যায় না। হ্যা বলছিলাম এমনি একজন শ্রদ্ধাভাজন পিতা রেজাউর রহমান খান মজলিশের কথা। যার সন্তান অন্জনা খান মজলিশ বর্তমানে সুনামেরসহিত দায়িত্ব পালন করছেন চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে।
বলা চলে, কন্যা অন্জনা খান মজলিশের নিষ্ঠা ও প্রশাসনিক দায়িত্ব পালন এবং নম্র বিনয়ী আচরণই পিতা রেজাউর রহমান খান মজলিশ ও তাদের পরিবারিক আদব কায়দাময় শিক্ষার পরিচয় পুরো জেলাবাসীর কাছে ফুটিয়ে তুলেছে। আর সেই আদর্শময় পিতা যখন অসুস্থ্য, তখন শুধু কন্যা কেন? বুকে কম্পন সৃষ্টি হয় পুরো জেলাবাসীর। আর তাই ত যে যার অবস্থান থেকে এমন গুণী পিতার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।
২৯শে অক্টোবর শুক্রবার বাদ জুম্মা কালেক্টরেট জামে মসজিদে জেলা প্রশাসনের উদ্যোগেও দোয়ার আয়োজন করা হয়েছে।
এই দোয়া অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর টিম লিডার ওমর ফারুকসহ ধর্মপ্রাণ মুসুল্লিগণ অংশ নিয়েছেন।
এই দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোশাররফ হোসাইন।
জানা যায়, বাবা রেজাউর রহমান খান মজলিশের অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তির খবর শুনে ঢাকায় ছুটে গিয়ে পিতার সার্বিক খোঁজ-খবর নিয়েছেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।কন্যাকে দেখে পিতাও অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তবে এখনো তিনি ঢাকার এপোলো হাসপাতালে ডাক্তারদের নিবীর পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।