মতলব উত্তর সংবাদদাতাঃ মায়ের কোল খালি করে চাঁদপুরের মতলব উত্তর হতে অপহরণ হওয়া এক স্কুল শিক্ষার্থীকে শহরের চেয়ারম্যানঘাট এলাকার অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করেছে টিম পিবিআই।
৫ জুলাই বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চাঁদপুরের উপপুলিশ পরিদর্শক মো: ফজলুর রহমান চৌধুরী।
জানা যায়,জান্নাতুল রওজাত ইভা (১৪) নামে ওই স্কুল শিক্ষার্থীকে গত ২৪ মে গজরা সাকিনস্থ ওটারচর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে ওৎ পেতে থাকা বখাটেরা অপহরণ করে। এরমধ্যে জড়িত ছিলো শাওন (২০), সফি উল্ল্যাহ (২০), রাকিব হোসেন (১৮) এবং সোবহান (৩০)। পরে বিষয়টি জানাজানি হলে অপহরণ হওয়া নাবালিকার মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে আজ সকালে শহরের চেয়ারম্যানঘাট এলাকা হতে ওই নাবালিকাকে উদ্ধার করে পিবিআই।
এ বিষয়ে পিবিআই চাঁদপুরের উপপুলিশ পরিদর্শক মো: ফজলুর রহমান চৌধুরী বলেন, আমরা ওই নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে পাঠাই। পরে ওই নাবালিকা তার অভিভাবকের জিম্মায় যেতে চায়নি। তাই তাকে আদালত পুলিশি হেফাজতে চট্টগ্রামের হাটহাজারীতে মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসনে পাঠিয়ে দেয়।