স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ম ধাপের ইউপি নির্বাচনে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীরা ভোট দিয়েছেন।
৫ই জানুয়ারি বুধবার সকালে ইউনিয়নের পৃথক ওয়ার্ডে নারীরা এ ভোট দিয়েছেন।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, সকালে বিপুল আনন্দ উৎসাহ নিয়ে ১৬নং দক্ষিণ রূপসা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাউনিয়া শহীদ হাবিবুল্লা উচ্চ বিদ্যালয়ে ১ম নারী ভোটার হিসেবে ভোট দিয়েছেন ডা. আনোয়ারা হক। তিনি ফরিদগঞ্জের সাবেক এমপি ড. সামছুল হক ভূঁইয়ার পত্নি।
এদিকে নারী ভোট দিয়েছেন লোক মুখে এমন খবর ইউনিয়নে ছড়িয়ে পড়লে এর পর পরই ৬নং ওয়ার্ডে গৃদকালন্দিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরেক নারী ভোটার মনোয়ারা বেগম মুন্নি ব্যালট পেপারের মাধ্যমে নিজের ভোটটি প্রয়োগ করেছেন।
ভোট প্রয়োগ শেষে নারী ভোটার মনোয়ারা বেগম মুন্নি বলেন, এ দেশটা আমাদের সবার। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে রাষ্ট্রের নাগরিক হিসেবে ভোট দেয়া আমাদের অধিকার। কুসংস্কার সব সময়ই নারীর অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করে আসছেন। আমি মনে করছি এ ইউনিয়নের নারীরাও কুসংস্কার থেকে বেরিয়ে এসে সমাজ বিনির্মাণে অংশ নিতে নিজের হক আমানতের ভোটটি প্রয়োগ করবেন।
স্থানীয় মিজানুর রহমান,টিটু হাওলাদার, শফিক কারী, মামুন দেওয়ানসহ একাধিক লোক জানান,কোন এক সময় জৈনপুরী পীরের নির্দেশনায় এ ইউনিয়নের নারীরা ভোট দেয়া থেকে বিরত ছিলেন। তা এখনো নারীরা ভোট দিলে মহামারী ছড়িয়ে পড়বে আশঙ্কায় নিজেদের ভোট দিচ্ছেন না। যা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ মহোদয়ও নারীদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছেন। তাই ডা. আনোয়ারা হক এবং মনোয়ারা বেগমের স্ব উদ্যোগে এই ভোট প্রদান অন্য নারীদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহ যোগাবে বলে আমরা মনে করছি।