অমরেশ দত্ত জয়ঃ রাতের আঁধারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের বিতরণকৃত কম্বল শহরের ভাসমান, ভবঘুরে ও ছিন্নমূল অসহায় নারী-পুরুষ এবং পথশিশুরা পেয়ে তাদের বেজায় খুশি হতে দেখা গেছে।
১৫ই জানুয়ারি শনিবার রাতে শহরের রেলওয়ে প্লাটফর্ম ও এর আশপাশের শীতার্তদের শীত নিবারনে কম্বলগুলো বিতরণ করলে তাদের মুখে এমন হাসির ঝিলিক দেখা যায়।
সরজমিনে দেখা যায়, রেলওয়ে প্লাটফর্মে কুকুরদের সাথে নিয়ে বসে আছেন এক ভবঘুরে বৃদ্ধা । শীতে কুকুরগুলোর সাথে ভবঘুর লোকটি দারুনভাবে কাতরাচ্ছিলেন। এমন দৃশ্য দেখা মাত্র পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী ওই ভবঘুরের শরীর কম্বল দিয়ে ঢেকে দিলেন।
এর থেকে কিছুটা এগিয়ে গিয়ে দেখা গেলো, পা নেই এক প্রতিবন্ধী বৃদ্ধার। যিনি শীতে কষ্ট পাচ্ছেন। তাকেসহ প্লাটফর্মে শুয়ে থাকা শীতার্ত ভবঘুরেদের শীত নিবারনে ডা. আফসানা শর্মী নিজে গিয়ে তাদের শরীর কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন।
কম্বল বিতরণের খবর পেয়ে আশ পাশের থেকে ছুটে আসা প্রায় শতাধিক ভাসমান অসহায় ভবঘুরে ছিন্নমূল শীতার্ত নারী, পুরুষ ও পথশিশুদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সুশৃঙ্খলভাবে তাদের হাতেও ডা. আফসানা শর্মী কম্বল তুলে দিয়েছেন। কম্বলগুলো পেয়ে বেজায় খুশি ওইসব দুঃস্থ শীতার্তরা।
মানবিক এমন উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে ডা. আফসানা শর্মী ‘হিলশা নিউজ‘-কে বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাক এর মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় শীতার্তদের এখন কম্বল দিচ্ছি। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।
এ সময় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের অধ্যক্ষ শিপ্রা মজুমদার, সাধারণ সম্পাদক শাহিনা বেগম, দপ্তর ও অর্থ সম্পাদক ইশানা ইভা, প্রশিক্ষক রাখি মজুমদার, সদস্য সোনিয়া কামাল, রোকসানা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।