স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পুরাণবাজার লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৮ই মার্চ সকালে নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ক্রীড়ার এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি বহুলুল হায়দার চৌধুরী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন লাইসিয়াম কিন্ডার গার্ডেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাণবাজার গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা খালেদা বেগম লিনা, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মুকবুল মিয়াজি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী।
অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
স্বাগত বক্তব্য রাখেন লাইসিয়াম কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ শিবানী বসু। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা রুজিনা আক্তার।
এসময় স্কুলের প্রধান সমন্বয়ক মোঃ ফজলুর রহমান রুবেলসহ শহিদুল ইসলাম রনি,মাহবুবুর রহমান, নাছির খান ও অন্য অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র শিক্ষিকা যমুনা দাস, প্রিয়াংকা রানী, পলাশী দাস, প্রীতি রায়,ফাতেমা আক্তার, সুমি আক্তার, সাদ্দাম হোসেন প্রমূখ।