স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ৫ স্টাফ কে পিটিয়ে আহত করেছে পুরানবাজারের উগ্র কিশোর গ্যাং।
২৯ মার্চ বুধবার দুপুরে হাসপাতালে ঢুকে কিশোর গ্যাং চক্র দফায় দফায় এ ঘটনা ঘটিয়েছে। এসময় অনেকটা নিরাপত্তা সংকটে পরে যায় হাসপাতালের চিকিৎসকগণ। যদিও পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্র জানায়, পুরানবাজারের পূর্ব শ্রীরামদি এলাকার শামীম ও মিনহাজ নামের দুই কিশোর ফুটবল খেলার মাঠে ঝড় বৃষ্টিতে পড়ে থাকা তাঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদেরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। আর এতেই ঘটে বিপত্তি।
হাসপাতালের চিকিৎসক ডা. সুশান্ত বলেন, বিদ্যুৎপৃষ্টে নিহত রোগীদের ক্ষেত্রে কিছু আইনি বিষয় থাকে। যেকারনে লাশ হাসপাতালের জিম্মায় রাখা হয়েছিলো। কিন্তু নিহতের স্বজনসহ এলাকার কিছু কিশোর গ্যাং লাশ ছিনিয়ে নিতে চেষ্টা করে। যা দিতে অপারগতা প্রকাশ করায় হাসপাতালের ৫ স্টাফকে ওরা পিটিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, হাসপাতালের ইমারজেন্সি কক্ষের ৫ স্টাফকে আহত করার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমরা ইতিমধ্যেই কিশোর গ্যাংয়ে থাকা আরিফুল্লাহ নামের একজনকে আটক করেছি। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা নিবো।