স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরানবাজারের দাসপাড়া দূর্গা পূজা উদযাপন পরিষদের দূর্গোৎসবে নগদ অর্থ ও শাড়ী লুঙ্গি বিতরণ করেছেন।
৩ অক্টোবর সোমবার রাতে শারদীয় দূর্গোৎসবের অষ্টমীর দিনে পূজো পরিক্রমায় গিয়ে তিনি এই অর্থ ও বস্ত্র বিতরণ করেন।
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। অশুভ শক্তি দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাচ্ছে। আমরা শুভ শক্তির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সেই সাম্প্রদায়িকতাকে এই বাংলার মাটি থেকে উৎখাত করবো।
এসময় পুরানবাজার দাসপাড়া দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে এবং সমন্বয়কারী মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর মধু, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, পুরানবাজার দাসপাড়া দূর্গা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কুশ সাহা, দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার মজুমদার প্রমূখ।