স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের পুরানবাজারের বাকিলাপট্টী থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ মোঃ সুমনকে গ্রেফতার করেছে পুরানবাজার পুলিশ ফাঁড়ি।
৯ই ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন পুরানবাজার মধ্য শ্রীরামদীর জয়নাল বেপারীর ছেলে। সে ইতিপূর্বে ১টি মার্ডার মামলার জেলখাটা আসামীও।
বিষয়টি ‘হিলশা নিউজ‘-কে নিশ্চিত করে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে এম সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন নামের ওই আসামীর দেহ তল্লাশী করে আঁধা কেজি গাঁজা পাই। তার বিরুদ্ধে মার্ডার মামলাও রয়েছে।