স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিন যাবৎ চাঁদপুরের পুরানবাজারে রমরমা জুয়া চললেও এবার তা বন্ধে সাড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।
২৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় মা কালী পট্টির সৈয়দের দোকানের পেছনে পুলিশ এ অভিযান চালায়।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির হয়ে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানের নেতৃত্ব দেন এসআই নয়ন। অভিযানে জুয়াখেলার বোর্ড, কার্ড ও নগদ টাকাসহ নয়ন মাঝী(৪০), কালু পাটওয়ারী(৬০), সেলিম খান(৩৫) ও ইসমাইল হাওলাদার(৪৫) কে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণের জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা।
তিনি বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদসহ সব রকমের অপরাধের বিরুদ্ধে পুরানবাজার পুলিশ ফাঁড়ি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সেই অভিযানেই ৪ জুয়াড়িকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। সামাজিক অবক্ষয়রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।