স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের পুরানবাজারের পূর্ব শ্রীরামদী দাশপাড়ায় ১ম বারের মতো জ্ঞান, সংগীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী সরস্বতীর পূজো অনুষ্ঠিত হয়েছে।
৫ই ফেব্রুয়ারী শনিবার যথাযোগ্য মর্যাদায় সনাতনী ভাবগাম্ভীর্যে দিনব্যাপী আয়োজনে পূজো অনুষ্ঠিত হয়।
স্বপ্নপল্লী সংঘের সভাপতি নেপাল চন্দ্র মজুমদার ‘হিলশা নিউজ‘-কে বলেন, আমরা এই প্রথমবার হিন্দুশাস্ত্র অনুযায়ী বিদ্যাদেবী সরস্বতীর পূজো করলাম। সকালে অঞ্জলী দেয়া ও দিনব্যাপী মন্ডপে আগত ভক্ত সমাগমকে প্রসাদ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে প্রশাসনের প্রতি সম্মাণ প্রদর্শন করে নির্ধারিত সময়ে রাতে মন্ডপে ভক্ত সমাগমের আগমন স্থগিত করা হয়। আমরা যাতে আগামীতেও বিদ্যাদেবীর সরস্বতী পূজো করতে পারি সেজন্য সকলের আশির্বাদ কামনা করছি।