... বিস্তারিত
পূর্ব বড়ালী একতা যুব সংঘের বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা
মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী (পৌর ৪ নং ওয়ার্ড)একতা যুব সংঘের মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৬ ই ডিসেম্বর বুধবার সকাল থেকে দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,পরে বিকাল ৪ টায় সংগঠনের অস্থায়ী মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আবু সুফিয়ান শাহিন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান পরানের সভাপত্বিতে ও জাতীয় দৈনিক পত্রিকা মাতৃভূমির খবর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি এফ.এ.মানিক,র পরিচালনায় বক্তব্য রাখেন রাখেন,পৌর যুবলীগের সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী মাকসুদুল বাশার বাঁধন পাটোওয়ারী,৫ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর খতেজা বেগম,পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন গাজী,ফরিদগঞ্জ মাইক্রো ও কার মালিক সমিতির সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আবু তাহের জমাদার,সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রনেতা এস এম এম ফজলে রাব্বী,পৌর ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন,উপজেলা যুবলীগের সদস্য জাহিদুর রহমান গাজী ও সাইফুল ইসলাম পাটোওয়ারী, আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন,৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণত সম্পাদক মোঃ সাহাদাতৎ এ সময় আরো উপস্থিত ছিলেন হাবীব বেপারী ,শরীফ গাজী,টেলু বরকন্দাজ , আলমগীর বরকন্দাজ ,রিপন পাটোয়ারী,ইমান মিজি, ইকবাল হাজী ,মুরাদ বরকন্দাজ, আলাউদ্দিন মিজি,রাজ্জাক মিজি,শরিফ মিজি, আক্তার গাজী,ফারুক গাজী,জাহাঙ্গীর হাজী , রিদয় মিজি,সোহাগ মিজি ,সাওন গাজী,আনোয়ার গাজী, সাদ্দাম গাজী,মোহাসিন, আলী একাব্বার,মজুলহক,আমিন,কালাম,আকাশ,
শাহিন, রাজু,সাহাদাত,সাহ আলম প্রমুখ।