... বিস্তারিত
প্রকাশিত সংবাদ নিয়ে রাজীব গাজীর বক্তব্য
চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের মঠখোলা গাজী বাড়ীতে পুলিশকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই শিরোনামে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
ওই সংবাদ ১৪ই ডিসেম্বর সোমবার প্রকাশিত হয় যা আমার দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃতপক্ষে ১৩ই ডিসেম্বর রোববার বিকালে আমি আমার নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। পরবর্তীতে আমাদের পাশের ঘরের এক ওয়ারেন্টভুক্ত আসামী আলামিনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিলো। ঐ সময়ে পুলিশের সাথে ওই আলামিনের পরিবারের বাক-বিতন্ডা চলছিলো। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে রাজনীতি করছি।
গেলো পৌর নির্বাচনেও আওয়ামীলীগের হয়ে একটি কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম। আল্লাহর রহমতে ঐ কেন্দ্রে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী মেয়র পদে জিল্লুর রহমান জুয়েল ভাই ও আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. আলমগীর গাজী ভাই বিপুল ভোটে জয়লাভ করে।
সামনে ওয়ার্ড যুবলীগের কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে আমাকে ওয়ার্ড যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা নিয়ে আলোচনায় রয়েছেন সংগঠনের নীতিনির্ধারকরা।
এমতাবস্থায় পৌর নির্বাচনের পূর্বে এবং নির্বাচন চলাকালীন সময়ে আমার নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে দালাল বি.এন.পি জামাতের একটি কুচক্রীমহল আমাকে বিভিন্নভাবে হয়রানি ও অপদস্থ করার চেষ্টা করছে।
তারা ওয়ারেন্টভুক্ত আসামী আলামিনের পরিবারের সাথে পুলিশের বাকবিতন্ডার ঘটনায় আমার নাম জড়িয়ে দিয়ে মিথ্যা ও ভুলভাবে সাংবাদিকভাইদের কাছে তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। এমনকি ঐ ঘটনায় আমাকে ওই সাজানো মামলার ৬ নম্বর আসামী পর্যন্ত করা হয়েছে। মূলত এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং আমার চরিত্র হননের অপচেষ্টা করা মাত্র। আমি ওই সংবাদ এবং মিথ্যা ও সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
নামঃ রাজীব গাজী(২৭)
পিতাঃ মৃত বিল্লাল গাজী
মাতাঃ তফুরা বেগম
স্থানঃ মঠখোলা গাজী বাড়ি