স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের ১০নং ওয়ার্ডের এতিহ্যবাহী প্রতাপ সাহা বাড়ীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে দিনের বেলা শ্রী শ্রী বিপদনাশিনী মায়ের পূজো এবং রাতে শ্রী শ্রী ত্রিনাথ ঠাকুরের পূজো ও কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল শনিবার প্রতিবারের মতো এবারো বৈশাখ মাসে এ পূজো অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই পূজার্চনা করেন মন্দিরের পুরোহিত রাঞ্জন চক্রবর্তী। এছাড়াও রাতে গান পরিবেশন করেন চাঁদপুর পুরানবাজার লোকনাথ শিব সংঘের প্রতিষ্ঠাতা সুজিত ঘোষ সূর্য, সদস্য সঞ্জয় ঘোষ, অভি ঘোষ, সুমন সূত্রধর, সমীর সূত্রধর, বিমল দে,বিষু পালসহ অন্যরা।
এ বিষয়ে প্রতাপ সাহা বাড়ীর পূজোর আয়োজক রনজিত সাহা মুন্না বলেন, এই মন্দিরের বয়স ১০৫ বছর। এখানে একসময় শ্মশান কালী মন্দির ছিলো। পরে এটা পরিত্যাক্ত ছিলো। এরপর এখানে ২০০৫ সালে লোকনাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। আর তারপর থেকেই এখানে প্রতিবছর এভাবে ভক্তসমাগমসহ এই পূজো করা হয়।