স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর এলাকার ১০নং ওয়ার্ডের প্রতাপ সাহা জমিদার বাড়ীতে ৮ম বারের মতো রক্ষা কালী ও তারা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল মঙ্গলবার সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যে পারিবারিক আয়োজনে এ পূজো অনুষ্ঠিত হয়।
পূজোর আনুষ্ঠানিকতা প্রসঙ্গে প্রতাপ সাহা জমিদার বাড়ীর বুলবুল চন্দ্র দে এবং প্রদীপ কুমার দে টুটুল ‘হিলশা নিউজ’-কে বলেন, বিশ্ব শান্তি ও কল্যাণের উদ্দ্যেশ্যে প্রতিবছরের মতো এবারো আমরা এ পূজো করলাম। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যথাযোগ্য মর্যাদায় পূজোর আনুষ্ঠানিকতা করতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা যাতে সবসময় মায়ের এই আরাধনা অব্যাহত রাখতে পারি এজন্য সকলের আশির্বাদ প্রত্যাশা করছি।
এসময় প্রতাপ সাহা জমিদার বাড়ীর পাখি রানী দে, শ্রীমতি দে, সীমা দাস, একা সরকার, মালতি রানী, জোৎস্না রানী দে, মিতা রানী দে, সাধনা রানী সোম, অর্ক দে, রিয়া দে, মম দে, মেঘলা দাস, সৈকত দাস, অরুন রায়, রুমা রায়, রনি রায়, রিপন সরকার, মানিক সরকারসহ অন্যান্যরা সুধীজন উপস্থিত ছিলেন।