মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউপিতে নির্বাচন বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সকাল থেকেই কেন্দ্র গুলোতে ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ করা গেছে। কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া কিছু নতুন ভোটার ও এবারের নির্বাচনে তাদের প্রথম ভোট দিয়েছে।
১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গণি ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে এবার প্রথম ভোটার হয়ে ভোট দিয়ে খাদিজা হোসেন রিপা বলেন, আমি এবছর ভোটার হয়ে আমার প্রথম ভোট প্রদান করছি। আমার ভীষণ ভাল লাগছে কারন আমি প্রথম ভোটটি আমার বাবা চেয়ারম্যান প্রার্থি বেলায়েত হোসেন গাজীকে ভোট দিতে পেরেছি। আজ ভোট কেন্দ্রে অনেক ভোটার উপস্থিত হয়েছে তা দেখে আমার ভীষন ভাল লাগছে।