স্টাফ রিপোর্টারঃ প্রথম বারের মতো চাঁদপুর জেলা হিন্দু যুব মহাজোটে একজন নারীকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। তাঁর নাম তপতী কর। তিনি শহরের পুরানবাজারের মেয়ে।
১৪ জুন বুধবার বিষয়টি নিশ্চিত করেন জেলা হিন্দু মহাজোটের নেতা শিবু চন্দ্র দাস।
জানা যায়, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে এবং সংগঠনমুখী করে নারীর অগ্রযাত্রাকে বৃদ্ধি করতেই নারী নেত্রীকে বেছে নিয়েছে হিন্দু যুব মহাজোট। যদিও তপতী কর এর পূর্বেও এই সংগঠনটির একটি সম্পাদিকা পদে দায়িত্ব পালন করেছিলেন।
আরও জানা যায়, নবগঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলার নতুন কমিটিতে সভাপতি পদে তপতী কর ছাড়াও নির্বাহী সভাপতি পদে আশিষ সোম, সাধারণ সম্পাদক পদে রাজিব কুমার দাস, সাংগঠনিক সম্পাদক দুলাল সরকারের মতো সনাতনী রথী মহারথীরা রয়েছেন।
এক সাক্ষাৎকারে তপতী কর ‘হিলশা নিউজ’-কে বলেন, আমরা সবে মাত্র অনুমোদিত কমিটি পেলাম। দ্রুতই পরিচিতি সভার মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করবো। অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও আশির্বাদ কামনা করছি।