স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চেক চাঁদপুরের অসহায়দের হাতে পৌঁছে দিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক এবং চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা সুজিত রায় নন্দী।
২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ চেকগুলো তিনি তুলে দেন।
এ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ দেবাশীষ কর মধু, জেলা মৎসজীবি লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মালেক দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম,জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউছার বেগম রেনুসহ নেতৃবৃন্দ।