স্টাফ রিপোর্টারঃ নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী একযোগে প্রধানমন্ত্রী বরাবর চাঁদপুর নিরাপদ সড়ক চাই’র স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার(১০অক্টোবর) সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শাহআলম,ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন,সদস্য যথাক্রমে মতিন তপাদার ভূটো,মোঃ শাহজাহান,মোঃ আলমগীর, শাহাদাত হোসেন মীর।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে একযোগে সারাদেশে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন-২০১৮ বিধিমালা চূড়ান্ত করা’র দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয় । বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই স্মারকলিপি প্রদান করার নির্দেশনা প্রদান করে কেন্দ্রীয় কমিটি।