সুমন আহমেদ : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত কর্তৃক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমেদ।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, শাহ আলম সিদ্দিকী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল সরকার, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ভুলন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজীব মিয়া প্রমূখ।