হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে ডিস্ট্রিক্ট ইফতার অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য যারা শত ব্যস্ততার মাঝে ও প্রতিকূল আবহাওয়ায় উপস্হিত হয়েছেন তাদের সকলকে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিশেষ কৃতজ্ঞতা ডিস্ট্রিক্ট ইফতার মাগফিরাত এর প্রধান অতিথি সদ্য অতীত জেলা গভর্ণর রোটাঃ পিপি আবু ফয়েজ খাঁন চৌধুরী, জেলা রোটার্যাক্ট কমিটি চেয়ারম্যান রোটাঃ জুনায়েদ আলম, সকল পিডিআরআরবৃন্দ, জেলা রোটার্যাক্ট প্রতিনিধি রোঃ সাজ্জাদ হোসেন, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি (২০২২-২৩) রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন , সেক্রেটারি রোটাঃ পীযূষ কান্তি বড়ুয়া, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ এড. নজরুল ইসলাম খোকন, রোটাঃ পিপি শেখ মঞ্জুরুল কাদের সোহেল, সভাপতি নমীনি এক্স রোটার্যাক্ট রোটাঃ মোস্তফা ফুল মিয়া, সভাপতি ইলেক্ট রোটাঃ এড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সদ্য বিদায়ী সভাপতি এক্স রোটার্যাক্ট রোটাঃ পিপি সাহেদুল হক মোর্শেদ, এসিঃ গভর্ণর রোটাঃ নাছির খান, ডেপুটি গভর্নর এক্স রোটার্যাক্ট ফাস্ট এ্যাসিট্যান্ট গভর্নর রোটাঃ পিপি এড. সাইয়েদুল ইসলাম বাবু, ফাস্ট এ্যাসিট্যান্ট গভর্নর রোটাঃ পিপি তমাল তমাল কুমার ঘোষ ও ফাস্ট এ্যাসিট্যান্ট গভর্নর রোটাঃ পিপি কাজী শাহাদাত মহোদয়গণের প্রতি।
নেপথ্যে থেকে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন এক্স রোটার্যাক্ট রোটাঃ উজ্জ্বল হোসাইন, এক্স রোটার্যাক্ট রোটাঃ নাজিমুল ইসলাম এমিল, এক্স রোটার্যাক্ট রোটাঃ ইবনে আজম সাব্বির, এক্স রোটার্যাক্ট রোটাঃ মাইনুদ্দিন মিয়াজী, এক্স রোটার্যাক্ট রোটাঃ রেদোয়ান রহমত উল্ল্যাহ সম্রাট, এক্স রোটার্যাক্ট রোটাঃ সাইফুল ইসলাম রনি, এক্স রোটার্যাক্ট রোটাঃ ফয়সাল ফরাজী।
সম্পূর্ণ আয়োজনটি সংগঠিত করেছেন রোঃ পিপি রেজাউল ইসলাম রকি, রোঃ পিপি দেলোয়ার হোসেন সুমন, রোঃ পিপি শাহজালাল লিটন ও ক্লাবের সকল সদস্যবৃন্দ।
সহযোগিতার হাত বাড়িয়েছেন চাঁদপুর জোনের এডিশনাল ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ রোঃ পিপি মনসুর আহমেদ ও ক্লাব সভাপতি রোঃ শাহরিয়ার খান হিমেল, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সকল অতীত সভাপতি, এক্স রোটার্যাক্টবৃন্দ, শ্রদ্ধেয় রোটারিয়ানবৃন্দ।
ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর জোনের সকল সভাপতি ও রোটার্যাক্টবৃন্দকে, বিভিন্ন জোন থেকে আগত ডিস্ট্রিক্ট অফিশিয়ালবৃন্দ, অন্যান্য জোন থেকে আগত ক্লাব সভাপতি-সেক্রেটারী ও রোটার্যাক্টবৃন্দকে, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও হোটেল গ্র্যান্ড হিলশা পরিবারকে।