স্টাফ রিপোর্টারঃ বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এর ডিপার্টমেন্ট অব এএমটি -এ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এন্ড টেকনোলজি এর শিক্ষার্থীদের অংশগ্রহনে এক-দিনব্যাপী “প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং রি-ইঞ্জিনিয়ারিং” প্রদর্শনীর আয়োজন করা হয়।
৩০ আগস্ট সকাল ১০টায় মাল্টিপারপাস হলে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাক এবং পোর্টফোলিও প্রদর্শীত হয়। তাছাড়াও র্যাম্প ওয়ার্ক (ফ্যাশন শো) এর আলোকচিত্র প্রদর্শীত হয়।
এদিন সকালে এ্যাপারেল স্টাডিস অনুষদের ডিন ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ রুবাইয়াৎ চৌধুরী এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইঞ্জিনিয়ার ড. রুবাইয়াৎ চৌধুরী বলেন,” আমরা পোশাক শিল্পে শুধু ম্যানুফ্যাকচারিং কাজে না ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্টেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে যাচ্ছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির উপ-উপাচার্য ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি ট্রেজারার ড. আব্দুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইঞ্জিনিয়ার ড. আইয়ুব নবী খান বলেন,”আমরা যদি আমাদের প্রোডাক্ট ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে সক্ষমতা বাড়াতে পারি তবে বাংলাদেশের পোশাক শিল্প নতুন মাইলফলক স্পর্শ করবে যা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহয়তা করবে।”
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএমটি বিভাগের প্রধান ইশরাত জাহান। সর্বোপরি দিনব্যাপী এ অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন এএমটি ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষিকা উম্মে মাগরিবা তাকবিরা লিরা।
বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দগণ প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের গঠনমূলক মন্তব্য প্রদান করেন।