... বিস্তারিত
প্লিজ, মাহমুদুলকে খুঁজে পেতে আপনার একটা শেয়ার চাই
হারানো বিজ্ঞপ্তিঃ ‘হাফেজ মোঃ মাহমুদুল হাসান আফিফ’ গতকাল রাত ১০ টায় চাঁদপুর তালতলা থেকে হারিয়ে যায়। তার বাবা-মা (আমার ভাই ও ভাবি) তাকে খুঁজে পাগল প্রায়। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন। নিম্ন ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
মাওলানা গাজী মোঃ হানিফ
তালতলা (চাঁদপুর প্রবাহ অফিস, ৩য় তলা) চাঁদপুর সদর, চাঁদপুর।
অথবা সন্ধান পাওয়া মাত্র-ই কল করে ঠিকানা জানিয়ে দিন। স্বজনরা পৌঁছে যাবে আপনার দেওয়া ঠিকানায়।
যোগাযোগ
01763484217 (চাঁদপুর)
01920813280 (ঢাকা)
01878676577 (হাইমচর)
প্লিজ… পোস্টটি শেয়ার করুন। মাহমুদুল হাসান আফিফকে খুঁজে পেতে সহযোগিতা করুন। মহান আল্লাহ তার বাবা-মা’র কলিজা ঠান্ডা করে দিন- আমীন