মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর সদর উপজেলা ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ২০২৩ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় মাদ্রাসার মাঠে আয়োজিত ছবক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, অত্র মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য সুজিত রায় নন্দী।
ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম,সহাকারী অধ্যক্ষ মাওঃ হেলাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন সেটকো পাম্পের ম্যানেজার রুহুল আমিন মিয়াজী, শেখ জাহাঙ্গীর আলম, আখলাকুর রহমান মাঈনুল, অভিভাবক সদস্য মোস্তফা মোল্লা, হাসান, শাহাজাহান দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিপুল মজুমদার জয়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন লিটন, জেলা যুবলীগ নেতা তিমির নাহ, রাসেল খান রাজা, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াব, সাংগঠনিক সম্পাদক তুহিন প্রমুখ।