মোঃ জাভেদ হোসেনঃ চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নব-নিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীম, সচিব কবির আহম্মেদ ওসমানী, অভিভাবক প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ মোক্তার হোসেন মিয়াজী, মাসুম ঢালী, আমিন আহসানসহ সকলকে একযোগে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুমুরুয়া সমাজ কল্যান যুব সংগঠনের নেতৃবৃন্দ।
১৬ জুন শুক্রবার রাতে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী সাইফুল ইসলাম মিয়াজী, ইমন, তাহের, হৃদয়, রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ঐতিহ্যবাহী এই ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের নব-নিযুক্ত ম্যানেজিং কমিটির মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন তারা।