স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ২য় মেয়াদে সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস, ম্যানুফেকচারার্স এন্ড ইমপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি ও দেশের শীর্ষ পর্যায়ের স্পোর্টস সামগ্রী ব্যবসায়ী তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী এম আর শামীম।
১৬ জুন শুক্রবার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব বুজে নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রথম সভায় অংশ নেন। এর সবাইকে নিয়ে শহরের রুসুইঘর চাইনিজে চা চক্রে মিলিত হন।
জানা যায়, কুমিল্লার (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর ৯ ধারা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অন্তর্গত বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য ২৯(৩) ধারা অনুযায়ী অনুমোদন দেয়া হয়। আর প্রজ্ঞাপন কার্যকরের তারিখ থেকে ৩০ দিনের মধ্যেই প্রথম সভা করতে হয়। আর তাই এম আর শামীম ২য় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে সবাইকে নিয়ে প্রথম সভাটি সম্পন্ন করলেন।
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে মনোনীত অন্যান্যরা হলেন দাতা সদস্য হাসান খান, অভিভাবক সদস্য মাসুম ঢালী, মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ মোক্তার হোসেন মিয়াজী, মোঃ আমিনুল আহছান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোসাম্মৎ হাজেরা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ মিজি, দিনেশ চন্দ্র দাস, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাহার আক্তার, সদস্য সচিব প্রধান শিক্ষক কবীর ওসমান।