স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের ফরিদগঞ্জ আসনটি উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর।
তিনি গতকাল বুধবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন এর আষ্টা ১ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামের ঠাকুর বাড়িতে উঠান বৈঠক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ভাসছে কিন্তু সেই তুলনায় আমরা ফরিদগঞ্জ উপজেলা বাসী একটু পিছিয়ে আছে, তাই ফরিদগঞ্জ উপজেলা কে একটি উন্নত সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি আবারো নৌকায় ভোট চাই।
আমি গত দুই বার আওয়ামীলীগের মনোনয়ন চেয়েছি, আগামীতে ও চাইবো, আমি বিশ্বাস করি তিনি এবার আমাকে মনোনয়ন দিয়ে জনগনের পাশে আরো বেশি করে থাকার সুযোগ তৈরি করে দিবেন।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, এই গতি রুখতে নানানদিক থেকে নানান ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেত্রী ইনশাআল্লাহ সেগুলো মোকাবিলা করে আবারো সরকার গঠন করবেন। আমি ফরিদগঞ্জ উপজেলায় কোন ধরনের গ্রুপিং চাইনা, আমি চাই ঐক্যবদ্ধ আওয়ামীলীগ, সকলকে আহব্বান জানাই আপনারা সকল মতবেদ ভূলে শেখ হাসিনার জন্য হলেও ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে সামিল হই।
১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম আখন্দ।
উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইরান মিজি, যুবলীগের সভাপতি ফিরোজ আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, ৫ নং গুপ্টি ইউনিয়ন আওয়ামিলীগ নেতা জিল্লুর রহমান পাটওয়ারী, দেলোয়ার হোসেন, লিটন চন্দ্র কুড়ি, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন তপাদার, পাটওয়ারী বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, ৫ নং গুপ্টি ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম স্বপন, সিপন চন্দ্র দাস, মোহাম্মদ ইমান হোসেন পাঠান, চাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, চাঁদপুর কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী ফরিদ, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, কাউসার হামেদ স্বপন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত, তানভীর আহমেদ,, ৫ নং গুপ্টি ইউনিয়ন যুবলীগের নেতা আমির হোসেন ভূইয়া, ৬ নং গুপ্টি ইউনিয়ন যুবলীগের নেতা ফয়সাল আহমেদ, সহ শতাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ৫ নং গুপ্টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
কবর জিয়ারত করা নেতারা হলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বিএড, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার, ,ঘনিয়া পীরসাহেব কেবলার মাজার জিয়ারত,বীর মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম শেখ, সাবেক আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকমত আলী সওদাগরের,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সওদাগর,, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সওদাগর,বীর মুক্তিযোদ্ধা বাবুল সওদাগর, সাবেক আওয়ামীরীগ নেতা মোহাম্মদ আলী মোস্তান, আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখের,সাবেক ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতা ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ বাহার পাটওয়ারীর,বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি নাছির আহমেদ পাটওয়ারীর,বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার পাঠান,ফজলুর কবির,ডা: সলিম উল্লাহর,সহীদ বুদ্ধিজীবী নান্নু মিয়ার জমাদার, আওয়ামীলীগ নেতা ফিরোজ আহমেদ জমাদার এর পিতা সাবেক আওয়ামীলীগ নেতা কালু মিয়া জমাদার,সাবেক ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ জমাদারের কবর জিয়ারত করেন।