ফরিদগঞ্জ সংবাদদাতাঃ ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী খাজুুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক জনাব শওকত আলী বিএসসির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাক।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ,বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য রফিকুল ইসলাম পাটোয়ারী, অভিভাবক সদস্য শাহ আলম কিরন,তাজুল ইসলাম,আতাউর রহমান,কার্তিক চন্দ্র লোধ প্রমুখ।
এইসময় অতিথিরা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীরা যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা রেখে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে পারেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও এইসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,পরীক্ষার্থীরা সহ এলাকার সামাজিক, গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতায় কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহবুবুর রহমান গাজী।