ফরিদগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিন বদরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে দুই পক্ষের কিশোর গ্যাং। এতে উভয়পক্ষের সংঘর্ষে এলাকায় বেশকিছু বাড়ীঘর ভাঙ্গচুর হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৩ জন।
৪ জুলাই মঙ্গলবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এতে আহতরা হলেন জাহিদ হোসেন (১৯), জাবেদ হোসেন(১৭) এবং হাসান মিজি আকাশ (১৯)।
এলাকার ইয়াসিন বেপারী বলেন, কথা কাটাকাটি হতে পারভেজ ও জাহিদের হাতাহাতি এক পর্যায়ে অস্ত্রের মহড়া ও সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে জাবেদের বাড়ীতে ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ বিষয়ে সাবেক সেনা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, রাতে কিছু বুঝে উঠার আগেই বাড়িতে হামলা চালায় পারভেজের নেতৃত্বে ৩০/৩৫ জনের কিশোর গ্যাং। আমরা তাদের শাস্তির দাবী জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে পারভেজ বলেন, আমরা ঘটনার সমাধান চাচ্ছিলাম বলেই ওই বাড়ীতে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় ছাত্রলীগ নেতা আবু রায়হান এ ঘটনা বড় করতে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে। পরে আত্মরক্ষার্থে আমরা ব্যবস্থা নেই। পরে তারা আমাদেরকে দোষারোপ করার জন্য তাদের নিজের বসতঘরে নিজেরাই ভাংচুর করেছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আবু রায়হান বলেন, ওদের সংঘর্ষে আমাকে জড়ানো অযুক্তিক। কেননা ওরাই তাদের বসতঘর ভাংচুর করে এখন আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি আবদুল মান্নান বলেন, উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছি।তদন্তসাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো।