মামুন হোসাইনঃ
চাঁদপুর ফরিদগঞ্জে বালিথুবায় ইমু ও ফেসবুক ব্যবহারে নিষেধ করায় গৃহবধূর আত্মহত্যা করেছে।
২৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামের বেপারি বাড়ির আবু তাহেরের ছোট মেয়ে স্বপ্না (২২) এক সন্তানের জননী ঘরের ফ্যানের সঙ্গে উড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে স্বপ্নার বাবা আবু তাহের ও বড় বোন বলেন তিন বছর পূর্বে উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের সুরঙ্গচাইল গ্রামের রাকিবের সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিল স্বপ্না। রাকিব ও স্বপ্নার একটি আড়াই বছরের ছেলে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর জীবাকার তাগিদে মালেশিয়ায় পাড়ি দেন স্বপ্নার স্বামী রাকিব। বিয়ের পর থেকে সুমি বছর ৯ মাসই বাবার বাড়িতে থাকতো।আমার বোনের সঙ্গে তার স্বামী রাকিবের প্রায় ইমু ও ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হয় এবং স্বপ্নাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে তাতে রাগ করে আমার বোন আত্মহত্যা করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
আত্মহত্যার ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
