মনির হোসেন খানঃ চাঁদপুরের ফরিদগঞ্জের বালুথুবা রাস্তা সংলগ্নের ব্রীজটির মাঝখানের ভাঙা গর্তটি মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা এমন আশঙ্কা স্থানীয় এলাকাবাসির।
সরজমিনে গেলে দেখা যায়, ফরিদগঞ্জের ২নং বালিথুবা ইউনিয়নের দলমগড় গ্রামের সাবেক ১নং বর্তমান ২নং ওয়ার্ডের বালিথুবা রাস্তার সংলগ্নে এই ব্রীজটি নির্মিত হয়। ব্রীজটি ওয়াপদার প্রধান সড়কের সাথে জনগুরুত্বপূর্ন একটি সংযোগ ব্রীজ। এই ব্রীজটির উপর দিয়েই প্রতিদিন মানুষজন সিএনজি ও অটোরিক্সাযোগে বালিথুবা বাজার, পাটওয়ারী বাজার, শাহীর বাজার, চান্দ্রা বাজারসহ আশপাশের এলাকাগুলোর যাতায়াতে ব্যবহার করে। এছাড়াও ব্রীজটির উপর দিয়েই প্রতিদিন বিভিন্ন পন্য বোঝাই ভারী যানবাহনও চলাচল করছে।তবে এটি ভেঙ্গে গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলকৃত মানুষের মৃত্যুঝুঁকি রয়েছে।
পন্যবাহি ট্রাক চালক মুসলিম হোসেন জানায়, এই ব্রীজের উপর দিয়ে যাবার সময় তাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয়।
সিএনজি চালক সাদ্দাম হোসেন জানান, প্রায় দশ ফুট চওড়া ব্রীজটির মাঝখানে যদি তিন ফুটের একটি বড় গর্ত থাকে। তবে তার উপর দিয়ে দুটো গাড়ী পাশাপাশি যাতায়াত করতে পারে না। ফলে খুব ঝুঁকি নিয়ে এ ব্রীজটি পার হতে হয়।
স্হানীয় বাসিন্দা রশিদ, হান্নান, মজিবুরের সাথে আলাপ করলে তারা বলেন, গত প্রায় সাত মাস হতে চললো এই ব্রীজটির এমন দূরদশা। নিকট অতিতে এই গর্তে পড়ে দুজন মোটর সাইকেল দুর্ঘটনার স্বীকার হয়ে আহত হয়েছে। তাই দ্রুত এই ব্রীজটির সংস্কার করা না হলে ভবিষ্যতে ঘটে যেতে পারে প্রানঘাতি বড় কোন দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা এই ব্রীজটি সংস্কার কিংবা ভেঙ্গে প্রয়োজনে নতুন ব্রীজ করে দিতে ২নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান হারুন এবং এমপি শফিকুর রহমানের সুদৃষ্টি কামনা করছেন।