ফরিদগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কৃষ্ণ নাথ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মতলব উত্তরের ছেঙ্গারচরের গাচর গ্রামের বাসিন্দা।
২৪ মে বুধবার সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান।
বিষয়টি ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেন স্বপন কৃষ্ণ নাথের নিকট আত্মীয় ঋষিকেষ।
জানা যায়, স্বপন কৃষ্ণ নাথ অল্প কিছুদিন আগেই মাত্র পদোন্নতি পেয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার দায়িত্বে আসেন। আর এতেই তিনি তাঁর কর্মদক্ষতায় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তাঁর ২ পুত্র সন্তান রেখে গেছেন।
এ বিষয়ে স্বপন কৃষ্ণ নাথের নিকট আত্মীয় ঋষিকেষ ‘হিলশা নিউজ’-কে বলেন, স্বপন দাদা খুব ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর শেষকৃত্য পারিবারিকভাবে মতলব উত্তরে তাঁর নিজগ্রামে করা হবে। আমরা স্বপন দাদার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এদিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার এই মৃত্যুতে ফরিদগঞ্জের প্রশাসনিক, রাজনৈতিক ও সুশীল অঙ্গণে শোকের ছায়া পরিলক্ষিত হয়।