... বিস্তারিত
ফরিদগঞ্জের সাহেবগঞ্জে প্রবাসীর ঘরে চুরি
মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৬ জানুয়ারি বুধবারে সন্ধ্যায় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার বকসু বেপারী বাড়ির সৌদি প্রবাসি মো.খোরশেদ আলমের সুমি ভিলাতে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় খোরশেদ আলমের স্ত্রী সুমি বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রবাসীর স্ত্রী সুমি জানান, আমি গত শুক্রবারে বাবার বাড়িতে বেড়াতে যাই বিকেলে আমার দেবর আমাকে ফোন করে জানায় আমার বিল্ডিংয়ের বেন্টিলেটার কারা জেন ভেঙ্গে পেলেছে। আমি আমার বাবার বাড়ি থেকে দ্রুত এসে ঘরের দরজা খুলে দেখি কে বা কারা যানি ঘরের ভিতরে ডুকে আমার ষ্টিলের আলমিরা বেঙ্গে আলমিরাতে থাকা প্রায় ১০-১২ ভরি স্বর্ণ, ঘরে থাকা প্রায় লক্ষাদিক টাকা ও ৪০ ইঞ্চি এলইডি টিভি নিয়ে গিয়েছি। পরে রাতে থানায় একটি চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে থানা পুলিশের এসআই নাছির বলেন, আমি ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।