আবদুল কাদিরঃ চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে অসতর্কতায় চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ওই ব্যক্তি পশ্চিম বড়ালী আজিম বাড়ির মৃত মোশারফ হোসেন এর পুত্র আলমাস হোসেন মনা(৪০)।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন।
স্থানীয়রা জানায়, আলমাস হোসেন কৃষি কাজের পাশাপাশি অটোরিক্সা চালাতেন। অন্যান্য দিনের মতো দুপুরে অটো চার্জ দিতে গেলে তিনি বিদ্যুতিক তারের স্পর্শে জড়িয়ে পড়েন। এসময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন জানান, দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আলমাস হোসেন মনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু আমরা তাকে মৃত অবস্থায় দেখতে পাই। বিদ্যুতের স্পর্শে তার ডান হাতের দুটি আঙ্গুল পুড়ে গেছে। মৃত আলমাস হোসেন মনা তিন সন্তানের জনক বলে খবর পেয়েছি।