মামুন হোসাইনঃ ফরিদগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন উচ্ছেদ ও পাইপ কেটে বিনষ্ট করা হয়। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ ঘটিকায় উপজেলা র্নিবাহী কর্মকর্তা তাসলিমুন নেছা উপস্হিত থেকে, উপজেলার ১০ গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চর-রামপুর ডাকাতিয়া নদীর বাঁধের সাথে ডাকাতিয়া নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন উচ্ছেদ ও পাইপ কেটে বিনষ্ট করেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন অবৈধ ভাবে ডাকাতিয়া নদী থেকে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন উচ্ছেদ ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।ড্রেজার মালিককে না পাওয়ায় কোন জরিমানা আদায় করা যায়নি। তিনি আরো জানান অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।