ফরিদগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।“ ডিজিটার প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাত্য বিষয়কে সামনে রেখে ৮ই মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন্য সড়ক পদক্ষিন করে উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মতর্কাও কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম। উপজেলা (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রাধেশান কুরি। উপজেলা সহকারি প্রোগ্রামার নাজমুল হাসান। বড়গাঁ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান মিক্ষক রফিক উল্যা। মহিলা বিষয়ক কমকর্তার অফিস সহকারি হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন নাহার বলেন, নারীরা এখন আর ঘরের চার কোনে বন্ধি নয়, তারা বিশ^ জয়ের স্বপ্ন দেখে। সমাজ রাষ্ট্রের এগিয়ে যাওয়ার নারীর ভূমিকা ছোট করে দেখার কোন সুযোগ নেই। আমি এ্যাসিলেন্ড এই উপজেলার গুরুত্বপূর্ন্য পদে কর্মরত। উপজেলা নির্বাহী অফিসার তিনিও নারী। আমাদের মানণীয় প্রধান মন্ত্রী, সংসদের স্পিকার তিনিও নারী। নারীদের বিশাল একটা অংশ বিভিন্ন প্রতিবন্ধকতায় স্কুলের গন্ডি পার হতে পারেননা। এগিয়ে যেতে হলে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। প্রতিবন্ধকতাগুলো অপসারিত হলে আমরা নারীরা আরো এগিয়ে যেতে পারব।
উপজেলা অডিটরিয়ামে “নারী এগিয়ে যাওয়ায় সমাজের চেয়ে পরিবারের বাধা অধিক” শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ফরিদগঞ আবিদুর রেজা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয় লাভ করে। অতিথিরা উভয় দলকে অংশগ্রহন করার জন্য পুরস্কার প্রদান করেন।