ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন ভিত্তিক সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে আজ ২৪ ফেব্রুয়ারী ২০২২ইং রোজঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন পরিবারের সৌজন্য সাক্ষাত,আলোচনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এইসময় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ইকবাল গাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জনাব বুলবুল আহম্মেদ ভাই।এইসময় ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,৫নং ওয়ার্ড (খাজুরিয়া)জনাব আসাদুজ্জামান খাঁন কালু,৭নং ওয়ার্ড(আদশা)জনাব মোহন পাটোয়ারী মানিক,৮নং ওয়ার্ড(মান্তারতলী)জনাব ফজলুল হক সহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সকল সদস্যদের পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুর করার পর আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।এইসময় তিনি তার তার বক্তব্যে অত্র সংগঠনের বিগতদিনের সকল কার্যক্রম এবং লক্ষ্য,উদ্দেশ্য তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব বুলবুল আহম্মেদ বলেন,আমি একজন তরুন চেয়ারম্যান, তোমরা যারা সামাজিক কাজ করো তোমরাও তরুন, তাই আমিও তোমাদের সাথের একজন হয়ে সামাজিক কাজে অংশ নিতে চাই।তিনি বলেন,তরুনরা চাইলেই সব সম্ভব।তাই তোমাদের প্রতি আমার অনুরোধ বর্তমানে এই সমাজে মাদকের ছড়াছড়ি।তাই আমি আশা করব তোমরা এই সচেতন তরুনসমাজ মাদকের বিরুদ্ধে কাজ করবে।আমাদের জনপ্রতিনিধের মাদক নির্মূলে কাজ করার জন্য তোমাদের সহযোগিতা চাই এবং তিনি বলেন,যারা অতিরিক্ত ভাবে মাদকাসক্ত হয়ে পড়েছে তারা যদি কেউ মাদক ছাড়তে চায় তাহলে আমি এবং আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো সহ যা যা করা প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিবো।সর্বশেষ তিনি বলেন,তোমরা যারা নিজের খেয়ে স্কুল-কলেজে পড়া অবস্থায় এই ধরনের সামাজিক কাজগুলো করতেছ তোমাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি সর্বসময় তোমাদের যে কোন প্রয়োজনে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পাশে থাকব ইনশাআল্লাহ। সর্বশেষ সংগঠনের সদস্যরা আনন্দঘন পরিবেশে চেয়ারম্যান জনাব বুলবুল আহম্মেদ’কে ও ইউপি সদস্য জনাব আসাদুজ্জামান খাঁন কালু,মহন পাটোয়ারী মানিক ও ফজলুল হক’কে ফুলের মালা পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।এইসময় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তাজুল ইসলাম,
হাসনাত গাজী,আল-আমিন হাজী,রফিকুল ইসলাম,
মোজম্মেল হোসেন,জাকিয়া ইসলাম প্রিয়াঙ্কা,রাব্বি আটিয়া,হাচান আটিয়া,ইকবাল গাজী,নাঈমুল হাচান,
রফিকুল ইসলাম রাফি,আদর হাচান,নাঈম চৌধুরী,
বাছির মৌল্লিক,জিলকদ,আল ইসলাম মিজি,হাছিব পাটোয়ারী,শুভাকাঙ্ক্ষী শেখ ফরিদ ও প্রিয়া আক্তার।