মামুন হোসাইনঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র্যালি,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্যা তপাদার, সহসভাপতি সিদ্দিকুর রহমান, অ্যাড. মোহাম্মদ আলী, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, সহসভাপতি আব্বাছ বেপারী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ও দোয়া ও মুনাজাত করা হয়।