মামুন হোসাইনঃ বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগের মহিলা বিষয়ক উপ- কমিটির সদস্য ডাঃ বদরুন নাহার ভুঁইয়া ২৪ ও ২৫ মার্চ নিজ আসনে শুভেচ্ছা বিনিময়ে ও পবিত্র মাহে রমজানের প্রথম দিনে জনতা বাজার নূরানী মাদ্রাসার এতিম খানায় ইফতার করেন ডাঃ বদরুন নাহার ভূঁইয়া।
এর আগে বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের মহিলা বিষয়ক উপ- কমিটির সদস্য ডাঃ বদরুন নাহার ভুঁইয়া বলেন, যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, সেই এতিমদের এতিমের মতো থাকার কোন অবকাশ থাকে না। কারণ শেখ হাসিনা মানবতার নেত্রী।
তিনি এতিমদের মায়ের মমতা দিয়ে আগলে রেখেছেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এই সময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।