মামুন হোসাইনঃ সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দি উদ্যান) তার বজ্র নিনাদ কণ্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন।
এই ভাষণের মধ্য দিয়ে তৎকালীন সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির আশা-আকাংখার প্রতিফলন ঘটে। ইতি মধ্যে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।