মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দায়চারা গ্রামের আটআনি বাড়ির সড়কে ১৬ মার্চ রাত ১ টায় অটোরিকশার ড্রাইভার আব্দুল গাফ্ফার কে কিশোর গ্যাং চক্রের পূর্ব দায়চারা মোল্লা বাড়ির নাছিম তার দলবল নিয়ে মারধর করে।
পরে অটোরিক্সা নিয়ে যেতে চাইলে গাফ্ফারের চিৎকারে পাশ্ববর্তী লোকজন জড়ো হলে কিশোর গ্যাং নাছিম সহ ৫ জন দেশীয় অস্রসহধারী পালিয়ে যায়।
ঘঠনাস্হল থেকে গাড়ির ড্রাইভার গাফ্ফার কে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলেও বর্তমানে সে চিকিৎসাধীন অবস্হায় আছে।
এ বিষয়ে ১৭ মার্চ শুক্রবার গাড়ির মালিক রুবেল হোসেন থানায় লিখিত অভিযোগ করেন।
সরজমিনে গিয়ে জানা যায়, ঘটনার স্হান দিয়ে বিয়ে বাড়ির যাত্রী নামিয়ে গাফফার বাড়ির দিকে রওয়ানা হলে পথের মধ্যে কিশোর গ্যাং নাছিম, বিপ্লব, সাগর, আলআমিন, সায়েম দেশীয় অস্র নিয়ে গাফফারের ওপর অর্তকিত হামলা চালায়। তার কাছে থাকা নগদ অর্থ নিয়ে যায়।
পরে গাড়ি নিয়ে যাওয়ার সময় গাফফারের চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। গাড়ি না নিতে পেরে গাড়ির ব্যাটারি ৫ টা পানিতে ফেলে দেয়। পরে আহত অবস্থায় গাফফার কে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।
এসব তথ্য অবগত করলে ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, ঘটনাটি আমি শুনেছি। এই সকল কিশোর গ্যাং দের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনকে আমি সহযোগিতা করবো।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মান্নান বলেন, আমরা এই অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা গ্রহণ করবো।