স্টাফ রিপোর্টারঃ ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(২৫ জানুয়ারী)দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক ওই গ্রামের কাছিয়াড়া বাড়ীর বাসিন্দা মো. আব্দুল মোতালেব (৩৮)। তিনি ২ সন্তানের জনক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাইনউদ্দিন পাটওয়ারী বলেন, আব্দুল মোতালেব বিভিন্ন গাছগাছালী থেকে নিজ উদ্যোগে ঢালপালা কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার দুপুরে গাজীপুর বাজারের পূর্ব পাশে সরকারি সড়কের উপর রেনট্রি কড়ৈই গাছের ঢাল কাটতে উঠেন। এসময় হঠাৎ তিনি পা ফসকে গাছ থেকে নিচে পড়ে গেলে তাঁর মাথা পেটে যায়।
খবর পেয়ে তার বাড়ীর লোকজন এসে মৃতবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ডিউটিরত কর্মকর্তা (এএসআই) আমজাদ হোসেন বলেন, গাছ থেকে পড়ে নিহত ওই ব্যক্তির মরদেহের বিষয়ে আইননুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।