মামুন হোসাইনঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জে শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা।
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নেছার আহম্মদ’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ,
জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি জেলা পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা অধিদপ্তর সহকারি কর্মকর্তা নুর হোসেন রম্নবেল, জেলা আবহাওয়া অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোহাম্মদ শোয়েব প্রমুখ।