ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১২নং পশ্চিম চরদুঃখিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরদুঃখিয়া গ্রামের কাবিল মিজি বাড়িতে ৬ই ফেব্রুয়ারি সম্পত্তির পরিমাপ নিয়ে মারামারির ঘটনায় রহিমা বেগম সহ মোট ৩ জন আহত হয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় রহিমা বেগমের স্বামী শাহাদাত হোসান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ৪ জনকে অভিযুক্ত লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন ইসমাইল হোসেন(৩৫), ফাহাদ মিজি (৩০), মমতাজ মিজি (৬০), মুনছুর মিজি (৬২)।
অভিযোগ কারী শাহাদাত হোসেন বলেন বিবাদীগন দীর্ঘদিন ধরে আমার খরিদ সম্পত্তি নিয়ে আমাদের সাথে শত্রুতা পোষন করে আসছে। আমার সম্পত্তি বুঝে পাওয়ার জন্য একজন আমিন দ্বারা জায়গা পরিমাপ কালে হঠাৎ করেই দেশীয় অস্ত্র সহ ইসমাইলের নেতৃত্বে আমাদের উপর হামলা করে। আমার স্ত্রীর পায়ে আগাত করে এবং লোহার রড দিয়ে বেধরমারধর করে এতে আমার স্ত্রী পুত্র গুরুতর আহত হয়।
তারা আমার সাথে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ও আমার স্ত্রীর গলায় থাকা সোনার নেকলেস ও একজোড়া সোনার বালা সহ একটি মোবাইল সেট চিনিয়ে নিয়ে যায়।এতে তারা প্রায় ৫ লক্ষ টাকা লুট করে নেয়। আমার স্ত্রী, পুত্র ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে ইসমাইল মিজি বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট তারা উল্টো আমাদের উপরে হামলা করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনসার্জ মোহাম্মদ শহীদ হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।