মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ-হরিনা সড়কে চাচার মোটর সাইকেল স্লিপ করে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ভাতিজা মো. ইউসুফ(১১) এর মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাককে আটক করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, চাচা মনির হোসেন তার এ্যাপাচি মোটর সাইকেলে করে ভাতিজাকে নিয়ে হরিনা ফেরী ঘাটে যাচ্ছিল। তখন গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের হাঁসা গার্লস স্কুলের সামনে মোটর সাইকেল স্লিপ করে সড়কে পড়ে যায় ইউসুফ।
এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪৮৩৮৪) চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইউসুফ। ইউসুফ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা মিজি বাড়ির প্রাবাসী মোবারক হোসেনের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছি।