স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা ছাত্রলীগ থেকে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান। আর এতেই তেলে জলে জ্বলে উঠে রাজপথের ফরিদগঞ্জের ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা।
তাদের দাবী, অযোগ্যদের দিয়ে করা ছাত্রলীগের এই ‘হায় হায়’ পকেট কমিটি কোনভাবেই ফরিদগঞ্জের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা মেনে নেয়নি এবং কোনদিন নিবেও না।
এদিকে বিক্ষুব্দ পদবঞ্চিতদের এমন চিন্তাধারা কে যেন অনেকটা উৎসাহই দিলেন চাঁদপুর-৪ আসনের সাংসদ অর্থাৎ ফরিদগঞ্জের এমপি সাংবাদিক শফিকুর রহমান। তিনি তার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছেন। তবে তা গঠনতন্ত্র মেনে করা হয়েছে কিনা? সে উত্তরের মুখোমুখি যেন হচ্ছে না সংশ্লিষ্টদের কেউ-ই।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একাংশ হিলশা নিউজ-কে বলেন, ৮ মে রবিবার জেলা ছাত্রলীগ কর্তৃক অনুমোদিত ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগ কমিটির আনন্দ মিছিল বের করে ও ঈদ পুনর্মিলনী করে। অপর দিকে একই দিনে ছাত্রলীগের অপর গ্রুপও মিষ্টিমুখ ও ঈদ পুনর্মিলনী করেছে। ছাত্রলীগের এমন সমীকরণে পুরো ফরিদগঞ্জবাসী এখন বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে।
তাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেন কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে এবং সমাজে যাতে আইন-শৃঙ্খলার কোন অবনতি না হয়। সে ব্যপারে উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান দিতে স্থানীয় ও জেলা পর্যায়ের নীতি নির্ধারকদের দিকে তাকিয়ে রয়েছে উপজেলার সর্বস্তরের জনসাধারণ।