হিলশা নিউজ রিপোর্টঃ
ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা কমিটির আয়োজনে নিরাপদ সড়কের দাবীতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকাল ৩ টায় দিবস উপলক্ষে এ মানববন্ধনটি করা হয়েছে।
এই মানববন্ধনে নিসচার ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. বারাকাত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন রবি দাসের সঞ্চালনায় আরো অংশ নেন, ফরিদগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম সউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, নিসচা’র সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, নুরুল ইসলাম ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজন, মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা, সদস্য বাকি বিল্লা তপদার, শামিম হাসানসহ নানা পেশাজীবী ও সাধারণ মানুষজন।
এদিনে মানববন্ধন শেষে সবার মাঝে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
