... বিস্তারিত
ফরিদগঞ্জে ট্রাক ধাক্কায় শিশু নিহত
পারভেজ মোশারফঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাক ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (১৩) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
২৬শে অক্টোবর সোমবার সকালে চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক সড়কস্থ ডায়াবেটিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জান্নাত নামের এই কন্যা শিশুটি রাস্তা পারাপারের সময় চাঁদপুরগামী দ্রুত গতির (লক্ষীপুর-ট ১১০০১৮) নাম্বারের ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা গেছে। নিহত জান্নাত চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মৃত মোক্তার হোসেন ও পারুল বেগমের মেয়ে। দারিদ্রতার কারনে ২ মেয়ে ও ১ ছেলেসহ ৩ সন্তানকে নিয়ে জান্নাতের মা পারুল বেগম ফরিদগঞ্জের কেরোয়া গ্রামে বাপের বাড়িতে থাকতেন।
এ বিষয়টি নিশ্চিত করে মৃত জান্নাতের মা পারুল বেগম ‘হিলশা নিউজ’-কে জানান, জান্নাত তার নানুর সাথে ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে আমার বোনের সিজারিয়ান অপারেশনের কারনে তাকে একটু দেখতে এসেছিলো। পরে হাসপাতাল থেকে তাকে মোবাইল রির্চাজের জন্য দোকানে পাঠানো হয়েছিলো। এ সময় সে রাস্তা পার হওয়াকালে তাকে ট্রাকটি বেপারোয়াভাবে এসে ধাক্কা দিয়েছে। তারপর স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করলে দেখা যায় মেয়েটি আর বেঁচে নেই।
এদিকে স্থানীয়রা ফরিদগঞ্জ বেড়ি ব্রিজের উপর থেকে ট্রাকটি আটক করতে গেলে চালক গাড়ি রেখেই দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে ‘হিলশা নিউজ’-কে ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জালাল উদ্দীন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করেছি। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
