হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগরের হাত ধরেই জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায় তৃণমূলের আওয়ামীলীগের নেতাকর্মীসহ জনগণ। এজন্য দলের প্রতি অভিমান করে দূরে সরে পড়া এবং নিষ্প্রাণ নেতাকর্মী ও সাধারণ জনগণও দলে দলে উজ্জীবিত হয়ে তাঁর প্রতিটি উঠান বৈঠকসহ সকল কর্মকান্ড সফল করছেন।
বৃহস্পতিবার ফরিদগঞ্জের ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হোগলী পাটওয়ারী বাড়ির সামনে উঠান বৈঠকে দলীয় নেতাকর্মীদের সতস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
বৈঠকে ডা. হারুন অর রশিদ সাগর বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। জাতির জনকের যোগ্য উত্তরসুরী তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ আজকে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে গেলেও আমাদের ফরিদগঞ্জ আসন কিছু সূচকে এখনো অনেক পিছিয়ে আছে। তাই আমাকে যদি সুযোগ দেয়া হয় তাহলে অবশ্যই ফরিদগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকাণ্ড দেখবে জনগন। আমরা সকলে মিলে একটি সুন্দর ফরিদগঞ্জ বিনির্মাণে আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমার শক্তি সাহস। আপনাদের সমর্থন পেলে নেত্রীর নির্দেশ পালনে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি কোন ব্যাক্তি কেন্দ্রীক গ্রুপিং চাইনা। শেখ হাসিনার জন্য এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গড়তে সকলে ঐকবদ্ধ হয়ে আওয়ামীলীগের বিজয় চাই। নিজেরা গ্রুপিং করে দলের ঐক্য নষ্ট হোক সেই রাজনীতি আমি চাইনা। আমি সকলের সাথে এক হয়ে রাজনীতি করতে চাই। বর্তমানে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য একটি মহল চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তা হলে তারা সফল হবে না ইনশাআল্লাহ।
এসময় বীর মুক্তিযোদ্ধা আমিন দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আরিফ হোসেন মজুমদার, চাঁদপুর সরকারী কলেজের সাবেক সহসভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, ১নং বারিথুবা পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্মআহ্বায়ক ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ৬নং ইউনিয়ন যুবলীগ নেতা ফয়সাল আহমেদ মিজি, ২নং ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি কাউছার হোসেন, চান্দ্রা কলেজ ছাত্রলীগ নেতা তাহসিন আহমেদ, ১নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি নাজিম হোসেন, সাধারন সম্পাদক জিহাদ হোসেন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা হাছিব, হারিছ, সামির, ২নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল হোসেন, ৬নং ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈকত, শরীফ, সাগর হোসেন, শাকিব, আরমান, শামিম, ফাহাদ,ফয়সাল, বাবু, ইউনিয়ন যুবলীগের নেতা মাসুদ আলম প্রমুখ।
এর আগে তিনি ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নেতৃবৃন্দের কবর জিয়ারত করে রুহের মাগফেরাত কামনা করেন।